ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিদেশি তারকার কাঁধে রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬

বিদেশি তারকার কাঁধে রংপুর রেঞ্জার্সের নেতৃত্ব

রংপুরের স্কোয়াডে দেশিয় যে ক্রিকেটাররা আছেন তারা অধিনায়ক হিসেবে একেবারেই পরীক্ষিত নয়। ফলে মোহাম্মদ নবিকে অধিনায়ক করার একটা চিন্তা আগেই জানিয়েছিল দলটি। আজ আফগান তারকাকে অনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণা করেছে রংপুর।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন রংপুর টিমের পরিচালক এনায়েত হোসেন সিরাজ। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে ছিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শেহজাদ ও অধিনায়ক মোহাম্মদ নবী। আর ছিলেন কোচ মার্ক ডোনেল।

অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পর নবী বলেন, ‘অধিনায়ক হিসেবে আস্থা রাখায় রংপুর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই বিপিএলে খেলি, এখানকার অবস্থা আমি জানি। অধিকাংশ খেলোয়াড়দের সঙ্গে আমি খেলেছি তাদের ভালো করেই জানি।’

রংপুর রেঞ্জার্সের স্কোয়াড:

দেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী ও সঞ্জিত সাহা।

বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ক্রিস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট, টম অ্যাবেল ও জুনায়েদ খান।

  • সর্বশেষ
  • পঠিত