ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিশাল জয়ে বিপিএল শুরু কুমিল্লার

বিশাল জয়ে বিপিএল শুরু কুমিল্লার

বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানে হারিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লার ছুড়ে দেয়া ১৭৪ রানের বড় লক্ষ্যে নেমে ৬৮ রানেই গুটিয়ে গেছে মোহাম্মদ নবির দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ইনিংসের প্রথম বলেই আঘাত হানেন রংপুর অধিনায়ক মোহাম্মদ নবি। ইয়াসির আলি রাব্বিকে গোল্ডেন ডাকে বোল্ড করে ফেরান আফগান এই অফস্পিনার। সেই ধাক্কা কিছুটা সামলে ওঠেন সৌম্য সরকার আর মাহিন্দা রাজাপাকসে (১৫)।

১৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৬ রানের এক ঝড় তুলে মোস্তাফিজুর রহমানের শিকার হন সৌম্য। ডেভিড মালানও টি-টোয়েন্টির মাপে খেলতে পারেননি। ২৩ বলে করেন ২৫ রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৯।

৮৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল কুমিল্লা। মনে হচ্ছিল, ১৩০-১৪০ করাই দায় হয়ে পড়বে। সেখান থেকে দান ঘুরিয়ে দেন শানাকা। কুমিল্লা অধিনায়ক ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন উইকেটে। ৩১ বলে ৩ বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মারে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি।

অধিনায়ক দাসুন শানাকার বিধ্বংসী ব্যাটিংয়ে মিরপুরে ৭ উইকেটে ১৭৩ রানের বড় পুঁজি পায় কুমিল্লা ওয়ারিয়র্স।

রংপুর রেঞ্জার্সের পক্ষে ২টি করে উইকেট নেন মোস্তফিজ, সঞ্জিত সাহা আর লুইস গ্রেগরি। মোস্তাফিজ প্রথম তিন ওভারে মাত্র ১২ রান খরচায় ২টি উইকেট নেয়া মোস্তাফিজ শেষ ওভারেই দেন ২৬ রান।

১৭৩ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে রংপুর তোলে মাত্র ৬৮ রান। শুরুতেই ঝড় তোলার আভাস দিলেও ৮ বলে দুই ছক্কায় ১৩ রান করে বিদায় নেন রংপুরের ওপেনার মোহাম্মদ শাহজাদ। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ২৭ বলে করেন ১৭ রান। জহুরুল ইসলাম ৫, ফজলে মাহমুদ ১, লুইস গ্রেগরি ০ রানে সাজঘরে ফেরেন।

দলপতি মোহাম্মদ নবী ১০ বলে ১১ রান করলেও সঞ্জিত সাহা ০, তাসকিন ১ রান করেন। জুনায়েদ খান ৩, মোস্তাফিজ ৮* রান করেন।

কুমিল্লার পক্ষে বল হাতে সবচেয়ে সফল আল আমিন হোসেন, ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন এই পেসার। ২টি করে উইকেট নেন সৌম্য সরকার আর সানজামুল ইসলাম।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত