ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আইপিএল নিলাম: লাইভ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৩  
আপডেট :
 ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:০১

আইপিএল নিলাম: লাইভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এবারের নিলামের খেলোয়াড়দের তালিকায় থাকছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

নিবন্ধন হয়েছিল ৯৯৭ জন খেলোয়াড়ের। সেখান থেকে কাটছাঁট করে নিলামের জন্য সংখ্যাটা ৩৩২-এ নামিয়ে আনা হয়। আর সে তালিকায় জায়গা পেলেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। দলগুলো নিজেদের শক্তি বাড়াতে স্কোয়াডে যোগ করছে তারকা সব ক্রিকেটারদের।

দেখে নেওয়া যাক কে কোন দল পেলেন:

চেন্নাই সুপার কিংস: স্যাম কুরান (৫ কোটি ৫০ লাখ), পিষুশ চাওলা (৬ কোটি ৭৫ লাখ)

দিল্লি ক্যাপিটালস: জ্যাসন রয় (১ কোটি ৫০ লাখ), ক্রিস ওকস (১ কোটি ৫০ লাখ), অ্যালেক্স ক্যারি (২ কোটি ৪ লাখ)

কিংস ইলেভেন পাঞ্জাব: গ্লেন ম্যাক্সওয়েল (১০ কোটি ৭৫ লাখ), শেলডন কটরেল (৮ কোটি ৫০ লাখ), দীপক হুদা (৫০ লাখ), রবি বিশ্নয় (২ কোটি), ইশান পরেল (২০ লাখ)

কলকাতা নাইট রাইডার্স: ইয়ন মরগান (৫ কোটি ২৫ লাখ), প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ), ভরুন চক্রবর্তী (৪ কোটি), রাহুল ত্রিপাঠি (৬০ লাখ), সিদ্দার্থ (২০ লাখ)

মুম্বাই ইন্ডিয়ান্স: ক্রিস লিন (২ কোটি), নাথান কাউন্টার নাইল (৮ কোটি)

রাজস্থান রয়েলস: রবিন উথাপ্পা (৩ কোটি), জয়দেভ উদাকাট (৩ কোটি), ইয়াশভি জায়শাল (২ কোটি ৪০ লাখ), কার্তিক ত্যাগি (১ কোটি ৩০ লাখ), অনুজ রাওয়াত (৮০ লাখ), ডেভিড মিলার (৭৫ লাখ), আকাশ সিং (২০ লাখ)

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অ্যারন ফিঞ্চ (৪ কোটি ৪০ লাখ), ক্রিস্টোফার মরিস (১০ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ: প্রিয়াম রাগ ( ১ কোটি ৯০ লাখ), ভিরাট সিং (১ কোটি ৯০ লাখ)

  • সর্বশেষ
  • পঠিত