ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ায় দাবানল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ১৩:৩২

অস্ট্রেলিয়ায় দাবানল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

অস্ট্রেলিয়ার উপকূলবর্তী এলাকা নিউ সাউথ ওয়েলসে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, এখন পর্যন্ত সত্তরটিরও বেশি বাড়িঘর এবং স্থাপনা ধ্বংস হয়েছে এই দাবানলে। আরও ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রোববার স্থানীয় সময় শেষ রাতে টাথারা শহরে দাবানলের সূত্রপাত হয় বলে জানা গেছে। দাবানলটি দ্রুত সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দাবানলের পর স্থানীয় অধিবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে এবং এখন পর্যন্ত কেউ নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া যায় নি।

তবে, রাজধানী সিডনি থেকে সাড়ে চারশ' কিলোমিটার দূরের শহর টাথারায় চলমান এই দাবানলে ধোঁয়ার কারণে চার অধিবাসী এবং এক দমকল কর্মীর অসুস্থ হওয়ার কথা জানা গেছে।

উল্লেখ্য, গ্রীষ্মকালে প্রায়ই দাবানল দেখা দেয় অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায়।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত