ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

স্পেনে ফেস্টিভ্যালের মঞ্চ ভেঙে আহত তিন শতাধিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৫২

স্পেনে ফেস্টিভ্যালের মঞ্চ ভেঙে আহত তিন শতাধিক
ছবি: বিবিসি

স্পেনের একটি আঞ্চলিক মিউজিক ও স্পোর্টস ফেস্টিভ্যালের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন অন্তত তিন শতাধিক মানুষ। এই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি'র প্রতিবেদনে বলা হয়, স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভিগোতে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘ও ম্যারিসকুইনো’ ফেস্টিভ্যাল চলাকালে এ দুর্ঘটনা ঘটে। একজন র‌্যাপার কাঠের তৈরি মঞ্চে উঠে গান পরিবেশন করার সময় তাকে ঘিরে ধরেন দর্শনার্থীরা। এ সময় অতিরিক্ত চাপে ভেঙে পড়ে মঞ্চটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চটি ভেঙে পড়ার পর এর নিচে আটকা পড়েন অনেকে। আহতদের বেশিরভাগই স্থানীয় তরুণ-তরুণী।

তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী বাহিনী এসে আটকে পড়াদের উদ্ধার করে। অপেক্ষাকৃত কম আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহতদের পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্প্যানিশ পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত