ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন শিক্ষামন্ত্রী (ভিডিও)

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৪৭

দৌড়াতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন শিক্ষামন্ত্রী (ভিডিও)

ষষ্ঠী তিথিতে দেবীর আরাধনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা। আজ চলছে সপ্তমী। এই পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগীতার। আর সেখানেই ঘটেছে মন্ত্রীর মুখ থুবড়ে পরে যাওয়ার ঘটনা।

পূজা উপলক্ষে ভারতের মহীশূরে আয়োজিত এই দৌড়ে অংশ নিয়েছিলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা। তার পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী ধুতি। পরনের ধুতিকে লুঙ্গির মতো করে বেঁধে দৌড়াতে শুরু করলেই ঘটে বিপত্তি। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং উপুর হয়ে পড়ে যান কর্ণাটকের এ শিক্ষামন্ত্রী।

এমন ঘটনা ঘটার পরেই সেটার ভিডিও চলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরই শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে সেখানে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় স্পোর্টস কমিটির সঙ্গে এই ম্যারাথনের আয়োজনে সাহায্য করে কর্নাটক সরকার। পড়ে গিয়ে ওই মন্ত্রী মুখে ও পায়ে সামান্য চোট পেয়েছেন। এছাড়া তার আর তেমন কোন ক্ষতি হয়নি।

ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন...

ওয়াইএ/

  • সর্বশেষ
  • পঠিত