ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কোহলির পাশে দাঁড়ালেন কপিল দেব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ২০:৫৩

কোহলির পাশে দাঁড়ালেন কপিল দেব

ক্রিকেটাররা এখন আগের থেকে অনেক বেশি পেশাদার। জাতীয় দলের পাশাপাশি এখন বিভিন্ন ধরণের ফ্রাঞ্চাইজি ক্রিকেটও খেলতে হয় তাদের। টি-টোয়েন্টির যুগে পেশার খাতিরে এভাবেই চালিয়ে যেতে হয় ক্রিকেটারদের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে হঠাৎ করেই বিশ্রাম চেয়ে বসলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তখন দুই টেস্টের বিশ্রামও পেয়েছিলেন তিনি।

এবার সাকিবের পথ ধরেই বিশ্রাম চেয়ে বসলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এতেই সমালোচনায় ফেটে পড়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। কোহলিকে দেশটির নির্বাচকরা কোনো সিরিজেই ছুটি দিতে চান না। আর এ নিয়ে কম জলঘোলা হয়নি। তাই কোহলির পক্ষ নিয়েই তার পাশে দাঁড়ালেন কপিল দেব।

কপিলের মতে, আজকের দিনে ক্রিকেটারদের অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হয়। সে কারণেই তাদের প্রয়োজন হলে তারা বিশ্রাম নিতে পারেন।

ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ওরা যদি টানা খেলতে না চায় তা হলে ব্রেক নিতেই পারে। ওরা পেশাদার। আপনি যদি একজন পেশাদার সাংবাদিক হন ও আপনি যদি লিখতে না পারেন তা হলে অন্য কেউ লিখে দেবে। আর আপনি যদি পেশাদার না হন, মনের আনন্দে কাজ করেন তা হলে বিষয়টা অন্য।’

  • সর্বশেষ
  • পঠিত