ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতে দল পাঠাচ্ছে পাকিস্তান

রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতে দল পাঠাচ্ছে পাকিস্তান

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতের উড়িষ্যায় হবে হকি বিশ্বকাপ। চিরশত্রু দেশটির সঙ্গে রাজনৈতিক উত্তাপের মধ্যেও এতে দল পাঠাচ্ছে পাকিস্তান। ফলে হকিপ্রেমীরা ফের ভারত-পাকিস্তানের ময়দানি লড়াই দেখার আশায় বুক বাঁধতে পারেন।

রাজনৈতিক বৈরিতার মধ্যে এবারের প্রতিযোগিতায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান দল পাঠাবে কিনা, তা নিয়ে সংশয় ছিল! অবশেষে দল পাঠাতে চেয়েছে তারা।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওসি) প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা বললেন, ‘এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। এর মধ্যে আছে পাকিস্তান। ভারত সরকার তাদের আসার ছাড়পত্র দিয়েছে। তাই তারা আসছে। হকি বিশ্বকাপ আন্তর্জাতিক প্রতিযোগিতা। কোনো দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে যুক্ত হলে তাদের বাধা দেয়া যায় না।’

এবারের হকি বিশ্বকাপ মাঠে গড়াবে ২৮ নভেম্বর, শেষ হবে ১৬ ডিসেম্বর। সব ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

এর আগে ২০১০ সালে ভারতে হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত