ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৯

ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা

আজ মহান একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারার বিরুদ্ধে বুক চিতিয়ে দিয়ে প্রাণ দিয়েছেন সালাম-জাব্বার-রফিক-শফিউলরা। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্যতিক্রম নয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মাশরাফি-মুশফিক- সাকিবরা।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘সকল ভাষা সৈনিকদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা কে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বাঙালীর প্রান বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

দেশসেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

সৌম্য সরকার লিখেছেন, ‘এটা আমাদের জন্য ব্যথার যে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি কিন্তু এটাই আমাদের জন্য গর্বের এবং আনন্দের যে আমরা আমাদের নিজের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি। আমরা অভিবাদন জানাই সেই সব শহীদের প্রতি যারা বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!’

তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’

  • সর্বশেষ
  • পঠিত