ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ভিসা জটিলতায় তামিম-রুবেল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৩

ভিসা জটিলতায় তামিম-রুবেল

এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে রোববার দেশ ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু দলের হয়ে আরব আমিরাতের বিমানে উঠতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। এছাড়া দলের সঙ্গে যেতে পারেননি ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগে থেকেই যুক্তরাষ্ট্র থাকায়, সেখান থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব আল হাসান।

বিশ্বকাপের পর এশিয়ান ক্রিকেটের জন্য এশিয়া কাপই 'এশিয়ান কাপ'। কিন্তু এত বড় টুর্নামেন্টে ভিসা জটিলতায় পড়েছেন টাইগার দুই ক্রিকেটার। তবে আজ অথবা আগামীকালই এই সমস্যার সমাধান হবে। পাসপোর্ট হাতে পাওয়া মাত্র আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন তামিম-রুবেল।

এশিয়া কাপে বাছাই পর্ব থেকে আসা হংকং-কে নিয়ে ভারত-পাকিস্তান আছে গ্রুপ ‘এ’তে। আর বাংলাদেশ , শ্রীলঙ্কা ও আফগানিস্তান আছে গ্রুপ 'বি' তে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফিরা।

  • সর্বশেষ
  • পঠিত