ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

এশিয়া কাপে পাখির চোখে থাকবেন যে ৫ ক্রিকেটার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৫

এশিয়া কাপে পাখির চোখে থাকবেন যে ৫ ক্রিকেটার

আজ বাদে কাল থেকেই শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এই আসরে ব্যাটসম্যান-বোলারদের চোখ ধাধাঁনো পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

তাই ১৪তম আসরে পাখির চোখ থাকছে এশিয়ার কয়েকজন খেলোয়াড়ের উপর। সেখান থেকে সেরা সেরা পাঁচজন হলেন- বাংলাদেশের সাকিব আল হাসান, ভারতের অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের ফখর জামান-শোয়েব মালিক এবং আফগানিস্তানের রশিদ খান।

সাকিব আল হাসান:

বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই ব্যাট-বল হাতে বাংলাদেশকে সেরা পারফরম্যান্স উপহার দেন তিনি। ১৮৮ ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরিতে ৫,৪৩৩ রান করেছেন সাকিব। বল হাতে ২৩৭ উইকেট রয়েছে সাকিবের। তাই সাকিবের অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে দেবে এটি বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে সাকিবের পারফরম্যান্সের উপর।

রোহিত শর্মা:

ওয়ানডে ক্রিকেটে তিনবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। ২০৯, ২৬৪ ও অপরাজিত ২০৮। পাশাপাশি ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও রোহিত। ২০১৪ সালে ইডেন গার্ডেনে শ্রীলংকার বিপক্ষে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। আসন্ন আসরে ভারতের অধিনায়ক রোহিত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি। তাই আসন্ন এশিয়া কাপে রোহিতের পারফরম্যান্স ও অধিনায়কত্বের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। অবশ্য ইতোমধ্যে অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন রোহিত। শ্রীলংকার মাটিতে নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে রোহিতের নেতৃত্বে শিরোপা জিতেছে ভারত।

ফখর জামান:

ওপেনিংয়ে পাকিস্তানের নির্ভারতার নাম ফখর জামান। ১৮ ওয়ানডেতে অংশ নিয়ে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১,০৬৭ রান করেছেন ফখর। সম্প্রতি ওয়ানডেতে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ফখর। গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে শিরোপার স্বাদ দিয়েছেন জামান।

শোয়েব মালিক:

এশিয়া কাপে পাকিস্তান দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক। এটিই হতে যাচ্ছে মালিকের শেষ এশিয়া কাপ। পাকিস্তানের হয়ে ২৬৬ ওয়ানডেতে ৭১০৫ রান করেছেন মালিক। গড় ৩৬ দশমিক ০৮। শুধুমাত্র ব্যাট হাতেই নয়, বল হাতেও নিজের সেরাটা দিতে পারেন মালিক। দলের প্রয়োজনে ব্রেক-থ্রু এনে দেন মালিক। তাই তার ভান্ডারে রয়েছে ১৫৬ উইকেট। কঠিন সময়ে দলের হার ধরার সামর্থ্য রয়েছে মালিকের। সেই প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। তাই এশিয়া কাপে মালিকের ওপরও থাকছে পাখির চোখ।

রশিদ খান:

আফগানিস্তান দলের অন্যতম সেরা খেলোয়াড় লেগ-স্পিনার রশিদ খান। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে আতংকের নাম রশিদ। টি-টোয়েন্টি ফরম্যাটের মতো সীমিত ওভারেও সেরা বোলার হলেন তিনি। ৪৬ ওয়ানডেতে ১০৮ উইকেট রয়েছে রশিদের। নিজের প্রথম এশিয়া কাপকে স্মরণীয় করে রাখার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। বাংলাদেশ-ভারত-পাকিস্তান ও শ্রীলংকার সাথে এশিয়ার মধ্যে সেরা হতে রশিদের পারফরম্যান্সের দিকে তাকিয়েই থাকতে হবে আফগানিস্তানকে।

  • সর্বশেষ
  • পঠিত