ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আফগান লিগে খেলতে আজ দেশ ছাড়ছেন তাসকিন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১৩:১২

আফগান লিগে খেলতে যাচ্ছেন তাসকিন

প্রথমবারের মত দেশের বাইরের কোন ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন টাইগার দ্রুততম পেসার তাসকিন আহমেদ। আগামী ৫ অক্টোবর থেকে শারজায় শুরু হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলতে আজ দেশ ছাড়ছেন তিনি। এপিএলের দল কান্দাহার নাইটসের হয়ে খেলবেন তাসকিন।

একের পর এক চোটে জর্জরিত হয়ে তাসকিন জায়গা হারিয়েছেন জাতীয় দলে। এপিএলে ডাক পাওয়া তাই তাসকিনের জন্য বড় এক সুসংবাদই। অনেক তারকার সমাগম হবে যেখানে, সেখানে ডাক পাওয়াকে বড় এক অর্জন হিসেবেই দেখছেন সদ্য পুত্রসন্তানের জনক হওয়া তাসকিন।

প্রথম বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেন, ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা গুরুত্বপূর্ণ। এটা অনেক বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় খেলোয়াড়েরা সাধারণত খেলে। আইপিএল-বিগ ব্যাশের খেলোয়াড়েরা খেলে। খেলাটা দুবাইয়ে হবে। একটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি।

শুধু তাসকিনই নয়, এপিএলে খেলার সুযোগ পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনই আছেন নাঙ্গরহরে। তবে চোটে আক্রান্ত তামিম ইকবালের খেলা অনিশ্চিত।

  • সর্বশেষ
  • পঠিত