ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

ফুটবল মাঠে প্রধানমন্ত্রী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০১৮, ১৯:৫০  
আপডেট :
 ১২ অক্টোবর ২০১৮, ২০:৩৫

ফুটবল মাঠে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে মাঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলার মাঝামাঝি সময় শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢোকেন প্রধানমন্ত্রী। এরপর মাঠে বসেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। ফাইনালে লড়াই করছে ফিলিস্তিন ও তাজাকিস্তান।

এর আগে ১৯৯৭ সালে প্রথম এবং ১৯৯৯ সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছিল জাতির জনকের নামের টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’। তৃতীয় আসরের জন্য অপেক্ষা করতে হয়েছিল সুদীর্ঘ ১৫ বছর। ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল সে আসর। পরের বছর ২০১৬ সালে হয় চতুর্থ এবং সর্বশেষ আসর। কিন্তু প্রতি বছর আসরটি আয়োজনের যে প্রতিশ্রুতি বাফুফে দিয়েছিল ২০১৭ সালে সেটা বাস্তবায়ন করতে পারেনি তারা।

এক বছর বিরতি দিয়ে এবার আবারও তারা আয়োজন করেছে আসরটি। যদিও ২০১৬ আসরে ৮ দল অংশ নিলেও এবার দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬-এ। এশিয়ার পাঁচটি ফুটবল জোন আছে। এই ৫টি জোন থেকে ৫টি দেশ এবং স্বাগতিক বাংলাদেশকে নিয়েই আসরটি আয়োজিত হয়।

  • সর্বশেষ
  • পঠিত