ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

কীভাবে নেবেন শিশুর ত্বকের যত্ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪

কীভাবে নেবেন শিশুর ত্বকের যত্ন

ছেলেবেলা থেকেই শিশুর ত্বকের যত্ন নিলে তা দীর্ঘমেয়াদী সুফল দেবে। তাই প্রথম থেকেই অভিভাবকদের সন্তানের ত্বকের খেয়াল রাখতে হবে। তা না হলে পড়ে চর্মরোগের সম্ভাবনা থাকে।

শিশুর জন্য অনেকেই বেবি প্রোডাক্টের উপর নির্ভর করে থাকে। তবে কেনার আগে এতে কোনো টক্সিক পদার্থ আছে কিনা জেনে নিন। থাকলে তা অবশ্যই এড়িয়ে চলুন।

শুধু হাড়ের জন্য নয় শিশুর ত্বকের জন্যও তেল মালিশ করা ভাল। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। আর তেল মাখানোর পদ্ধতিও জানুন।

চিকিৎসকের পরামর্শ অনুসারে মায়ের দুধের সাথে ফলের রস খাওয়াতে পারেন। যা শিশুর রোগ প্রতিরোধ বাড়ানোর সাথে ত্বকেরও যত্ন নেয়।

কাজুবাদাম, কাঠবাদাম ও সাধারণ বাদামে থাকা তেল ছোটদের চামড়ার জন্য উপকারী।

সেলুন কিংবা পার্লারে শিশুর যে কোনও পরিচর্যার সময় যন্ত্রগুলো পরিষ্কার ও জংবিহীন কিনা দেখা নিন। ত্বকে সংক্রমণ হয় এমন কোনো যন্ত্র ব্যবহার করতে দেবেন না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত