ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

পিআইওর বাসা থেকে পৌনে ২ কোটি টাকা উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ২১:২৮  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২০, ২১:৩১

পিআইওর বাসা থেকে পৌনে ২ কোটি টাকা উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করে।

আবু হেনা আশিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের হটলাইন ১০৬-এ একটি অভিযোগ পেয়ে তাজুল ইসলামের বাসা ও অফিসে অভিযান চালায় দুদকের দলটি। অফিসে কিছু না পেলেও তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানিয়েছে, পিআইও তাজুল ইসলাম ওই টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে নেওয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল। দুদক জানিয়েছে, অভিযান চলমান রয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত