ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বন্ধ হয়ে গেলো বিবিসি বাংলার অনুষ্ঠান প্রত্যুষা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ১৫:৪৬

বন্ধ হয়ে গেলো বিবিসি বাংলার অনুষ্ঠান প্রত্যুষা

দীর্ঘ ১৩ বছর আগে শুরু হওয়া বিবিসি বাংলার সকালের অনুষ্ঠান প্রত্যুশার সম্প্রচার বন্ধ হয়ে গেছে । ১২ জানুয়ারি সকাল থেকে শ্রুতারা আর শুনতে পারবে না প্রতুষ্যা অনুষ্ঠান। তবে আবার শুরু হতে যাচ্ছে রাতের অনুষ্ঠান পরিক্রমা।

২০০৭ সালের ১২ জানুয়ারি সকাল থেকে প্রভাতী আর এবং প্রত্যুষা অনুষ্ঠান যাত্রা শুরু করে। কিন্তু ২০১৮ সালের পহেলা এপ্রিল বন্ধ হয়ে যায় প্রভাতীর সম্প্রচার অনুষ্ঠান।

প্রত্যুশা অনুষ্ঠান বন্ধ প্রসঙ্গে বিবিসি বাংলার সম্পাদক সাভির মোস্তফা বলেন, বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তি আসার কারণে রেডিওর দর্শক শ্রোতা কমে গেছে। এরই পটভূমিতে এই সির্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ সকালে রেডিও শোনে না।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত