ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৯:২০

বশেমুরবিপ্রবিতে মুজিববর্ষের ক্ষণগণনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বশেমুরবিপ্রবি) চলছে মুজিববর্ষের ক্ষণগণনা। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর নামক স্থানে (জয় বাংলা চত্বর) এ ক্ষণগণনার জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস স্থাপন করা হয়েছে৷

প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এ প্রাঙ্গনে সময়োপযোগী এই ধরণের উদ্যোগ নিঃসংকোচেই আগামী প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু ও তাঁর চেতনার যথাযথ বিকাশ ঘটাতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষানুরাগী ও সাধারণ শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের সমাগমে এরই মধ্যে উচ্ছ্বল তারুণ্যের উদ্দীপনায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টি। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়টিতে এ ক্ষণগণনা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও তাঁর সংগ্রামী ইতিহাস সম্পর্কেও নতুন প্রজন্ম আরও বেশি অনুপ্রাণিত হবেন এবং তাদের মধ্যেও বঙ্গবন্ধুর যৌবনের দুঃসাহসিক সাহসিকতার স্ফূরণের কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করছেন সর্বসাধারণ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান বলেন,`যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণতার সঙ্গেই মুজিববর্ষ পালনের উদ্দেশে খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি গঠন করা হবে এবং সারা দেশের ন্যায় এ বিশ্ববিদ্যালয়েও স্বতঃস্ফূর্ততার সাথে মুজিববর্ষ উদযাপনের নিমিত্তে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত