ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ০২:২০  
আপডেট :
 ১৫ জানুয়ারি ২০২০, ০২:২৮

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে হত্যা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নাজমুল হোসেন (২৮) নামে এক যুবককে হত্যা করেছে বখাটেরা। এতে আহত হয়েছেন ছাত্রীর বাবা ও ভাই।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন ভুক্তভোগী ছাত্রীর সম্পর্কে মামা হতেন।

হামলাকারীরা সুলতানপুর ও নাটোরের লালপুর উপজেলার মণিহারপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে পার্শ্ববর্তী মণিহারপুরের বখাটে সুমন প্রামাণিক দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার বিষয়টি সুমনের পরিবারকে জানালে এতে ক্ষিপ্ত হয় সুমন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বখাটে সুমনের নেতৃত্বে সম্রাট, সুলতান, আরিফ, নাজমুল, মিঠু ও কামরুলসহ ১৫-২০ জনের একটি দল ওই ছাত্রীর বাবার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে ছাত্রীর ভাই ও মামা নাজমুল ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালায় বখাটেরা। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত