ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

টাঙ্গাইলে চার ফার্মেসিকে জরিমানা

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:১৮

টাঙ্গাইলে চার ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে শহরের রেজিষ্ট্রিপাড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান, জেলা ডার্গ সুপার নার্গীস আক্তারসহ আইনশৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে ওসুধ ফার্মেসির মালিক প্রনব সাহাকে ২০ হাজার, প্রভাত সাহাকে ১০ হাজার, আব্দুল লতিফকে ৩ হাজার ও অরুণ চৌধুরীকে ২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ওসুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়।

এ সময় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংশ করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত