ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়তে চান রুবেল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:০১  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২০, ১৮:০২

পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়তে চান রুবেল

নিরাপদ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান সিপিবি মনোনীত কাস্তে মার্কার মেয়র পদপ্রার্থী ডা. সাজেদুল হক রুবেল।

রোববার কাফরুল সেনপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, ১ নং বিল্ডিং, ইব্রাহিম , কচুক্ষেত এলাকায় গণসংযোগে গিয়ে তিনি বলেন, আমার স্বপ্ন পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য ঢাকা গড়ে তোলা। উন্নয়নের বলিহারী চারিদিকে, বিশেষত প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বয়ানে, কর্পোরেট মিডিয়ার প্রচারণায়। অসহনীয় যানজট, জলাবদ্ধতা, ত্রুটিপূর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমাধান নেই। বর্জ্য নিষ্কাশনেও চরম ব্যর্থ।

তিনি বলেন, ঢাকা উত্তরের সিটি কর্পোরেশন এডিস মশা (যে মশা জন্ম নেয় স্বচ্ছ, পরিষ্কার পানিতে) মারতে গিয়ে কিউলেক্স মশা (যে মশা জন্ম নেয় নোংরা, ময়লাযুক্ত পানিতে) মারার ভুল উদ্যোগে কোটি কোটি টাকা অপচয় করেছে। এ অবস্থা থেকে ঢাকাবাসী কে মুক্ত করতে আমরা পরিকল্পিতভাবে এগুবো।

এ সময় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা আসলাম খান, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্রনেতা তারিক হোসেন মিঠুল, রোমান হায়দার, মোফাজ্জল হোসেন লস্কর সিপিবি মিরপুর থানার সভাপতি রিয়াজ উদ্দিন, ১৪নং ওয়ার্ড সভাপতি আলী কাওসার মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজীম, ১৫নং ওয়ার্ড সম্পাদক গৌতম রায়, মীর্জা রাসেদ সামী তানজিল প্রমুখ ।

এছাড়া মোহাম্মাদপুর আদাবরে সিপিবি সম্পাদক আসান হাবীব লাবলু ও জামাল হায়দারের নেতৃত্বে উত্তরা জয়নাল আবেদীন, শরিফুল আনোয়ার সজ্জন, চৌধুরী জোসেন নেতৃত্বে তেজগাঁও নাবিস্কোতে সাদেকুর রহমান সামীমের নেতৃত্বে হাতিরঝিলে, মগবাজারে মস্তান শেখ ও জহিরুল ইসলাম নেতৃত্বে গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

আগামীকালের কর্মসূচি

আগামীকাল সোমবার বেলা ১১টায় সিপিবি মনোনীত মেয়রপ্রার্থী ডা. রুবেল পাইকপাড়া ছাপাখানার মোড় থেকে গণসংযোগ এবং বিকেল ৪টায় মিরপুর ১নং ক্যাপিটাল মার্কেটের সামনে পথসভা করবেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত