ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ০০:৪৯

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নূরে আলম নামের এক প্রতারককে আটক করা হয়েছে। বুধবার তাকে আটক করা হয়। আটককৃত নূরে আলম উপজেলার পশ্চিম ভতেরদিয়া গ্রামের মৃৃৃৃৃৃৃৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।

রাত সোয়া ১০টায় র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, নুর আলম র‌্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে র‌্যাব দিয়ে ধরে মামলায় ফেলে হয়রানি করার হুমকি দিতো সে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরে আলম তার অপরাধ স্বীকার করে।

প্রতারক নুর আলম বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। নানান রকমভাবে ভয়ভীতি দেখিয়ে র‌্যাবের নামে চাঁদা দাবি করে অনেকের কাছ থেকে টাকা নিতেন তিনি। তার বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে প্রেস জানিয়েছে বিজ্ঞপ্তিতে র‌্যাব।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত