ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ ঘন্টা আগে
শিরোনাম

বরিশালে অবৈধ জালসহ আটক ২

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:৫০

বরিশালে অবৈধ জালসহ আটক ২

বরিশালের কামারপাড়া, শায়েস্তাবাদ ও মীরগঞ্জ সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ‘কম্বিং অপারেশন’ চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ হাজার মিটার চরঘেরা জালসহ ২ জনকে আটক করেছে মৎস্য বিভাগ।

শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, ফারুক জমাদ্দার ও সুমন হাওলাদার।

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা আটক ২ জনের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন বলে নিশ্চিত করেছেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, বরিশালসহ উপকূলীয় ১৩ জেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ‘কম্বিং অপারেশন’ চালানো হয়েছে। দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই অভিযান পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত