ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:০৫

সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ'কে মিষ্টি দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস আলী ভারতের হিলি বিএসএফের কম্পানি কমান্ডার ইনস্পেক্টর আর.কে বলেরাও এর হাতে ৭ প্যাকেট মিষ্টি তুলে দেন।

অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবি জানায়, প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসগুলোতে উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণের রেওয়াজ দীর্ঘদিন থেকে চালু আছে। তারই অংশ হিসেবে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এর মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সপ্রীতি গড়ে উঠবে। এ সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্মকর্তাকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন হিলি কাস্টমস কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত