ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন শ্রমিক

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৬

ইঁদুর মারার ফাঁদে প্রাণ হারালেন শ্রমিক
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল সরদার (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুলাল বেজহার গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বেজহার গ্রামের সোহেল সরদারের মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন নিহত দুলাল। ওই ঘেরের চারপাশের সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রপ ঠেকাতে গুনার তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ তৈরী করেন ঘের মালিক। মনের ভুলে শ্রমিক দুলাল বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই ঘেরে প্রবেশ করে বিদ্যুতায়িত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুলাল সরদারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওই পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত