ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আহত ১৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৭

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আহত ১৩

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৩ রোহিঙ্গা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের নয়াপাড়া মুচনী রেজিস্টার্ড ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার পর রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯), বশির আহমেদ (৩২), আবুল হোসেন (২২), মো. হোসেন (২৩), জুবায়ের (১৮), জিয়াদুল (১২), মো. হাসান, আব্দুল গনি (২৪), ফারুক(৮)। বাকিদের নাম জানা যায়নি।

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা। তারা জানায়, গোলাগুলির ঘটনায় ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে চাঁদাবাজি করতে আসা ডাকাতরা।

এতে অন্তত ১৩ জন রোহিঙ্গা আহত হন। তাদের উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে আনা হয়। পরে তাদের মধ্যে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা।

খবর পেয়ে টেকনাফ র‍্যাব-১৫, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত