ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ মামলায় ২ সাংবাদিক গ্রেপ্তার

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২০

ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ মামলায় ২ সাংবাদিক গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ীতে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ মামলায় ২ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে আক্কেলপুর পৌর এলাকার পুরাতন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার পুরাতন বাজার গ্রামের নিরেন দাস (২৭) ও একই গ্রামের আবু রায়হান (৩২)।

নিরেন দাশ দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আক্কেলপুর প্রতিনিধি এবং আবু রায়হান দৈনিক বজ্রশক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার বলে জানা গেছে।

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১৯ সালের ২৯ সে ডিসেম্বর ভোর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম স্বাধীন মাষ্টারের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার দুদিন পর সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে ৩টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ২৫ টি সামুরাই ৬টি ককটেলসহ রঞ্জু সরকার নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

রিমান্ডে আটক রঞ্জুর সরকারের দেওয়া তথ্য ও ঘটনার সময় সিসি ক্যামেরার ফুটেজসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমান পাওয়ায় এই ২ কথিত সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত