ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বিজিবি পরিচয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৮

বিজিবি পরিচয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা

হিলি সীমান্তে বিজিবি পরিচয় দিয়ে ভারত প্রবেশকালে ফিরোজ আলী খাঁন রাজ (২৯) নামের এক যুবককে আটক করেছে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।

রোববার দুপুরে সীমান্তের চেকপোস্ট গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ জয়পুরহাট জেলার সদর চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।

হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, সীমান্তের চেকপোস্ট এলাকায় এসে ফিরোজ নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেয়। এ সময় সেখানে দায়িত্বরত নায়েক রাকিব তার কাছ থেকে পরিচয়পত্র দেখতে চায়। এ সময় সে পরিচয় পত্র দেখাতে অপরাগতা দেখালে বিজিবি সদস্যেদের সন্দেহ হয়।

তিনি জানান, এ সময় তার দেহ তল্লাশি করে বিজিবি মনোগ্রাম সম্বলিত একটি ভুয়া আইডি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের ডেবিট কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফিরোজকে বিকেলে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত