ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বগুড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

  বগুরা প্রতিনিধি

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ১৫:৪৮

বগুড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে টিম ফর এনার্জী এন্ড এনভায়রনমেন্ট রিচার্সের (তীর) আয়োজনে দিবস উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সাত মাথায় এসে শেষ হয়।

র‍্যালি শেষে ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ও তীরের উপদেষ্টা মোখলেছুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ফজলে বারি রতন ও তীরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন,এক তরফাভাবে জনসংখ্যা বেড়েই চলেছে। ফলে জীববৈচিত্র ও প্রকৃতি হুমকীর মুখে দাড়িয়েছে। উন্নত জীবন ব্যবস্থার পাশাপাশি জীব বৈচিত্য সংরক্ষণ করতে হবে। নইলে পৃথিবীর অস্তিত্ব সংকটে পরবে। তাই সবাইকে প্রাণীকুল বাঁচাতে এগিয়ে আসতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মান্নান, জিয়াউর রহমান, রিফাত হাসান, রাকিব, হোসেন রহমান,আহসান, মুকিম হাসিবসহ তীরের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত