ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

হিলিতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৫:১৪

হিলিতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

হিলিতে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও লোক সমাগম স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে হাকিমপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর,কাঁচা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, যেহেতু হিলি একটি সীমান্তবর্তী এলাকা তাই এর গুরুত্ব বিবেচনা করে উপজেলার মানুষকে নিরাপদ রাখতে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো জানান,আমরা বিশেষ করে যেখানে লোকসমাগম ঘটবে যেমন হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌর কার্যালয়, কাচাঁবাজার ইত্যাদি জায়গায় এই জীবাণুনাশক স্প্রে করছি।

বাংলাদেশ জার্নাল/ এমএস

  • সর্বশেষ
  • পঠিত