ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্কে বাড়ি, ডুবে মরলো শিশু

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ২০:৩৩

করোনা আতঙ্কে বাড়ি, ডুবে মরলো শিশু

রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের গভীর গর্তের পানিতে পড়ে লামিয়া আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দির গ্রামের বাড়ইডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। শিশু লামিয়া একই ইউনিয়নের কাটাখালী এলাকার লাল চাঁদ শেখের মেয়ে।

জানা যায়, লাল চাঁদ ঢাকায় একজন গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করেন। দুদিন আগে করোনা আতঙ্কে তিনি স্ব-পরিবারে বাড়িতে চলে আসেন।

স্থানীয়রা জানান, শিশু লামিয়া বাড়ইডাঙ্গায় তার ফুপা মোমিন শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে আরও কয়েকজন শিশুর সঙ্গে মাছ চাষের জন্য পার্শ্ববর্তী কুতুবউদ্দিন তোতার ড্রেজিংকৃত গভীর খালে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় সবার অজান্তে পানিতে ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে ওই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, শিশু নিখোঁজের সংবাদ শুনে তারা ছুটে আসে। পরে ওই খাল থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত