ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

কলাপাড়া পৌরসভায় জীবাণুনাশক স্প্রে

  কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৫:৪৪

কলাপাড়া পৌরসভায় জীবাণুনাশক স্প্রে

পটুয়াখালীর কলাপাড়ায় করেনাভাইরাস প্রতিরোধে রাস্তাঘাট ও বাসা বাড়িতে জীবাণুনাশক স্প্রে করেছে পৌরসভা। তিন দিন ধরে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে সংশ্লিষ্ট কাউন্সিলরের নেতৃত্বে এ স্প্রে করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ছাত্র-ছাত্রী ও যুবারা নিজ উদ্যোগে কুয়াকাটা, মহিপুর ও কলাপাড়া শহরে মাস্ক, সাবান ও নিজেদের তৈরি হাত ধোয়ার স্যানিটারি উপকরণ বিতরণ করেছে।

এদিকে শুক্রবার সকাল থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে পৌর শহরের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, করোনা প্রতিরোধে পৌরবাসীকে সচেতন করতে এবং করোনা ভাইরাস যাতে না ছড়ায় এজন্য মাইকিং ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। সেই সঙ্গে পৌরবাসীকে এ দুর্যোগ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচানোর জন্য সবাইকে ঘরের থাকার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত