ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

করোনা শনাক্তের সরঞ্জামসহ কিট গেলো ময়মনসিংহে

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৭:৪৯

করোনা শনাক্তের সরঞ্জামসহ কিট গেলো ময়মনসিংহে

ময়মনসিংহে করোনা রোগী শনাক্তের সরঞ্জামসহ কিট চলে গিয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ভাইরাস শনাক্তের কিট, পিপিইসহ অন্যান্য সরঞ্জাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা বুঝে নেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চলে গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্তের পিসিআর ল্যাব স্থাপনের জন্য কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম। সেখানে ল্যাব তৈরির কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই করোনাভাইরাস শনাক্তের কাজ শুরু হবে।

ল্যাব স্থাপনের জন্য ঢাকা থেকে একদল বিশেষজ্ঞ এসেছেন। তারা কাজ শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই ল্যাব স্থাপন সম্পন্ন হবে এবং ভাইরাস শনাক্তের কাজ শুরু করা যাবে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপন মানুষের মাঝে একটি স্বস্তির খবর। এখন আর ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দলকে রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করতে আসতে হবে না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত