ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ০১ জানুয়ারি, ১৯৭০
শিরোনাম

জমি চাষ করতে গিয়ে কিশোরের মৃত্যু

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২০:৫৭  
আপডেট :
 ২৯ মার্চ ২০২০, ২১:৩৬

জমি চাষ করতে গিয়ে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে জাহিদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। জাহিদুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের দড়েরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার বেলা ১১টার দিকে দড়েরপাড়া মাঠে স্যালো ইঞ্জিনচালিত পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলো পাওয়ার টিলারের মালিক মারফত আলী। এ সময় কিশোর জাহিদুল ইসলাম ওই পাওয়ার টিলারের ওপরে বসে ছিলো। জমি চাষের সময় হঠাৎ জাহিদুল ইসলাম পাওয়ার টিলার থেকে মাটিতে পড়ে যায়। এ সময় পাওয়ার টিলারের ধারালো ফালে জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দুপুরে রাজশাহী নেওয়ার পথে পথিমধ্যে জাহিদুল ইসলাম মারা যায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত