ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

ত্রাণ নিয়ে দরিদ্রদের বাড়িতে ইউনও

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৪:৩৯

ত্রাণ নিয়ে দরিদ্রদের বাড়িতে ইউনও

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের বাড়িতে রাতের আঁধারে ত্রাণ পৌঁছে দিলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।

রোববার রাতে উপজেলার গোহাড়া আদিবাসি গ্রাম ও কালি বটতলী গুচ্ছগ্রামের হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণের খাবার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম বলেন, আমি কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। যাতে করে কাউকে ঘর থেকে বের হতে না হয়। তার জন্য যতটা সম্ভব কাজ করছি।

তিনি আরো জানান, প্রতিটি অসহায় পরিবারের সদস্যের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি ডাল প্যাকিং করে দেওয়া হচ্ছে। এভাবে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে ১শ' পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হয়। পর্যায়ক্রমে আরো খাদ্য বিতরণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত