ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৯:৪৪  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২০, ১৯:৫০

কুড়িগ্রামে ১০টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কুড়িগ্রামে ১০ টাকা কেজি দরে সরকারি (ওএমএস) চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় অনানুষ্ঠানিকভাবে একযোগে জেলা সদরের পৌর এলাকার ১০টি পয়েন্টে এ চাল বিক্রির কার্যক্রম শুরু হয়।

জেলা খাদ্য বিভাগ জানায়, প্রথম দফায় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সপ্তাহে ৩ দিন (রবি, মঙ্গল ও বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

পৌরসভার বিভিন্ন পয়েন্টে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কেন্দ্র গুলো জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ খাদ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

চাল বিক্রির প্রথম দিন কেন্দ্রগুলোতে চাল কেনা মানুষের ভীড় লক্ষ করার মতো ছিল।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত