ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

গফরগাঁওয়ে মসজিদে মসজিদে জীবাণুনাশক স্প্রে

  গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ২৩:৪২  
আপডেট :
 ০৫ এপ্রিল ২০২০, ২৩:৫০

গফরগাঁওয়ে মসজিদে মসজিদে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গফরগাঁওয়ে বিভিন্ন মসজিদে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মেশানো স্প্রে করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় থেকে এলাকার বিভিন্ন মসজিদে এসব স্প্রে করা এবং প্রতিটি মসজিদে ৩টি করে ব্লিচিং পাউডার মিশানো স্প্রে মেশিন দেয়া হয়।

ব্লিচিং পাউডার ও সাবান বিতরণ করেন গফরগাঁও আওয়ামী যুবলীগের কর্মী ফরহাদ পলাশ।

এ বিষয়ে ফরহাদ পলাশ বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে সারাবিশ্বে দেখা দিয়েছে, তা মোকাবিলায় সরকার তথা প্রশাসন, আমরা জনপ্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, এলাকায় মসজিদ গুলোতে এখন লোকজনের সমাগম সব থেকে বেশি তাই এলাকার সকল মসজিদে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে, ছোট ছোট স্প্রে মেশিন দিয়ে প্রতিটি মসজিদে যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই ছেটানো হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত