ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নবাবগঞ্জে বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউএনও

  নবাবগঞ্জ দোহার প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ১৭:৫৫

নবাবগঞ্জে বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে ইউএনও

ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু ফোন নাম্বারে ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টস করে, ঠিকানাসহ তথ্য জানিয়ে দিলেই অসহায়, হতদরিদ্র্য ও কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন ত্রাণ। ( ০১৯১৩-৭৪৬৪১৯ ও ০১৫১৫-২১৫৩৫০)

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাাঁচতে ঘরমুখো অসহায়, হতদরিদ্র্য ও কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের ঘরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি বরাদ্দ এবং এম.পি মহোদয়ের সহযোগিতায় অসহায় মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি আমরা।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নবাবগঞ্জের সকল শ্রেণী ও পেশার জনগণ। ইতিমধ্যে নবাবগঞ্জে উপজেলার ৬১৩ জন বাসিন্দা ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টস করে এই সহযোগিতাও গ্রহণ করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানিয়েছে, নবাবগঞ্জে সরকারি ভাবে যারা, ১০ টাকা মূল্যের চাল পাচ্ছেন ও অনান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন ও ত্রাণ সহায়তা পেয়েছেন তারা এই সহায়তা পাবেন না।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত