ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

এবার কক্সবাজার লকডাউন

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৭:২৬  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২০, ১৯:০৮

এবার কক্সবাজার লকডাউন

করোনায় সংক্রমণের হার নিয়ন্ত্রণে পুরো কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ ঘোষণা দেন।

এই ঘোষণার মধ্যদিয়ে কক্সবাজারে কেউ প্রবেশ বা কেউ বের হতে পারবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সকল আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজে বুধবার ২৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এ নিয়ে গত ৮ দিনে একই ল্যাবে ৭৩ জনের করোনা পরীক্ষা হলো। সবগুলো পরীক্ষার ফলাফল নেগেটিভ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত