ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বগুড়ায়

নমুনা সংগ্রহ ১০৯ জনের, রিপোর্ট পেয়েছেন মাত্র ৬৭

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ২০:০১

নমুনা সংগ্রহ ১০৯ জনের, রিপোর্ট পেয়েছেন মাত্র ৬৭

বগুড়ায় গত ২৪ঘন্টায় ৩৯জনসহ করোনা উপসর্গযুক্ত ১০৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের মধ্যে ৭৫ জনের রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে।

এদের মধ্যে ১০৯জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ ও বাকি পাঁচজনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। বগুড়ায় করোনা আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ১ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো শুরু হয়। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো থেকে নমুনা সংগ্রহ শুরু হয় ৪ এপ্রিল থেকে। সাধারণত একটি নমুনা পরীক্ষা এবং তার ফলাফল পেতে কমবেশি ৪৮ঘন্টা লেগে যায়।

বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম বাংলাদেশ জার্নালকে বলেন, এ পযর্ন্ত ৬৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে অর্থাৎ তারা কেউই করোনা আক্রান্ত নন। তবে এদের মধ্যে রংপুরের বাসিন্দা একজন করোনায় শনাক্ত হয়েছে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে বগুড়া জেলায় মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ফলাফল আগামীকালের মধ্যে পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত