ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এবার মানিকগঞ্জে শপিং মল বন্ধ রাখার নির্দেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২০, ২০:০৭

এবার মানিকগঞ্জে শপিং মল বন্ধ রাখার নির্দেশ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানিকগঞ্জে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। কিন্তু বাস্তবে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন হচ্ছে না বিধায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু জনসাধারণের সুবিধার্থে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর সামনে রেখে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং আরো কয়েকটি শর্ত যা সরকার কর্তৃক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত ২ (দুই) দিন বাজার, শপিংমল সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয় যে, ক্রেতা/বিক্রেতাদের ন্যূনতম ৯০% ভাগই বর্ণিত শর্তের বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন বা নির্লিপ্ত থেকেছেন।

সেহেতু জনসাধারণ তথা সার্বিক মানিকগঞ্জবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বুধবার ১৩ মে হতে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জার্নাল ডেস্ক

  • সর্বশেষ
  • পঠিত