ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ডাক্তার করোনায় আক্রান্ত, ক্লিনিক লকডাউন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২০, ১৯:৪৫

ডাক্তার করোনায় আক্রান্ত, ক্লিনিক লকডাউন

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি প্রাইভেট ক্লিনিকের এক ডাক্তারের করোনা পজেটিভ হওয়ায় ক্লিনিকের ওই ডাক্তার, স্টাফ ও রোগীসহ ৪১ জনকে হোম কেয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ সময় ওই ক্লিনিকটি লকডাউন করে দেয়া হয়।

শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি লকডাউন করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ।

সাব্বির আহমেদ জানান, ওই ক্লিনিকের মালিক ডা. আসলামুজ্জামান কামাল করোনা পরীক্ষার জন্য গত মঙ্গলবার (১৯ মে) নমুনা দেন। গতকাল বৃহস্পতিবার রাতে ওনার করোনা পজেটিভ রেজাল্ট আসে। পরীক্ষার জন্য নমুনা দেয়ার পরও ওই ডাক্তার কামাল এক রোগীর সিজারিয়ান আপারেশন করেন।

পরে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী ক্লিনিকে অবস্থানরত রোগী, নবজাতক ও রোগীর আত্মীয় স্বজনসহ ২৯ জন ও ডাক্তার এবং ১১ স্টাফসহ ক্লিনিকটিকে লকডাউন ঘোষণা করা হয়।

তিনি আরো জানান, লকডাউনকৃত সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এ সময় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাইয়ুম তালুকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত