ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

  চাঁদপুর প্রতিনি

প্রকাশ : ০১ জুন ২০২০, ১৭:১০

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহন, বন্দর কর্মকর্তা বরখাস্ত

করোনাভাইরাসের কারণে দুই মাস যান চলাচল বন্ধ থাকার পর রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল চাঁদপুর, নারায়ণগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নৌ চলাচল শুরু হয়। যান চলের প্রথম দিনেই যাত্রী সুরক্ষায় লঞ্চঘাটে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করাসহ নানা অভিযোগ ওঠে বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে।

যার ফলশ্রুতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী বহনের দায়ে চাঁদপুর বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিএর কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বরখাস্ত হওয়া বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, করোনা পরিস্থিতিতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটি টানেল স্থাপন করার কথা ছিল। কিন্তু ঢাকা থেকে তা সরবরাহ না হওয়ায় আপাতত যাত্রী সুরক্ষায় আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি।

আবদুর রাজ্জাককের স্থলে বিআইডব্লিউটির প্রধান কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক (প্রশাসন) আবুল বাশারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি কাজে যোগদান করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত