ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

অবশেষে দেশের যে শহরে ১৪ দিনের ‘কঠোর লকডাউন’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৮:৫১  
আপডেট :
 ০৫ জুন ২০২০, ১৯:০৭

অবশেষে দেশের যে শহরে ১৪ দিনের ‘কঠোর লকডাউন’
প্রতীকী ছবি

করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রেড জোন, বাড়ানো হল লকডাউন।

শুক্রবার বিকেলে কক্সবাজার পৌর শহরকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

তথ্য মতে, কক্সবাজার পৌরসভাসহ জেলার কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সেসব এলাকায় আগামীকাল শনিবার থেকে ১৪ দিনের জন্য কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, সারাদেশে আরো রেডজোন ঘোষণার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন: সাধারণ ছুটি না বাড়িয়ে যে সিদ্ধান্ত আসছে

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বলেন, পুরো কক্সবাজার জেলাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার পৌর এলাকায় করোনার সংক্রমণের হার বাড়ায় রেড জোনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এছাড়া, ৮টি উপজেলায় করোনা সংক্রমণের হার বিবেচনা করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এরপর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কেন্দ্রিক ৩টি জোনে ভাগ করে কঠোরভাবে লকডাউনের আওতায় আনা হবে। আগামী শনিবার জোনভিত্তিক লকডাউন কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন: করোনার মধ্যে ‘চিন্তা কমলো’ সরকারি চাকরিজীবীদের

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, প্রথমে রেড জোনগুলোকে লকডাউন করা হবে। যদি সংক্রমণ কমে তাহলে লকডাউন তোলার চিন্তা করা হবে। যদি না কমে তাহলে ওই সব এলাকা লকডাউনের মেয়াদও বাড়ানো হবে।

  • সর্বশেষ
  • পঠিত