ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২০, ১৬:২৩

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে সোলাইমান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তির থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর পাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির। মৃত সোলাইমান দামড়হুদা উপজেলা দর্শনা বাসষ্ট্যান্ড পাড়ার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে সোলইমানকে হাসপাতালে ভর্তি করেন তার পরিবার। তার শারীরিক পরীক্ষা করে জানা যায় সে ক্যান্সারও আক্রান্ত ছিলেন। সেইসাথে তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। বুধবার বেলা ১২টায় আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর পাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে করোনা উপসর্গ নিয়ে সোলাইমান মৃত্যুবরণ করেছেন। তবে নমুনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর নিশ্চিত করা যাবে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত ছিলেন কি না।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত