ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পদ্মার পানি বৃদ্ধি, রাজবাড়ীতে নিম্নাঞ্চল প্লাবিত

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৫:৫১

পদ্মার পানি বৃদ্ধি, রাজবাড়ীতে নিম্নাঞ্চল প্লাবিত

গত কয়েকদিন ধরে রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে পদ্মা নদী অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গত কয়েকদিন ধরে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশনের পদ্মার পানি বেড়ে বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবারের চাইতে শুক্রবার পদ্মার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আবাদি জমির পাট, আমন ধান, সবজি, পটল, মরিচ, বাদামসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। রাস্তা-ঘাট, বসতবাড়ির চারপাশে পানি উঠে পানিবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। নৌকা দিয়ে পার হয়ে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে তাদের।

কয়েকদিন পরেই পাট কাটার কথা ছিল। পাট ও ধাান ক্ষেত পানিতে তলিয়ে যওয়ার কারণে কাটার সময় হওয়ার আগেই তা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখছেন কৃষকেরা। এতে তারা লোকসানের মুখে পড়বেন বলে জানিয়েছেন।

জেলার ৫টি উপজেলার ৪টি উপজেলাই পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এসব অঞ্চলের নিম্নাঞ্চল প্রতিবছরই প্লাবিত হয়। এতে নানা সমস্যায় পড়েন এ অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ। বর্তমানে এ ৪টি উপজেলার রতনদিয়া, কালিকাপুর, মিজানপুর, বরাট, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়ার কুশাহাটসহ ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চলের আবাদি জমি প্লাবিত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত