ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বগুড়ায় নতুন করোনা শনাক্ত ৬১

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৫:২৮

বগুড়ায় নতুন করোনা শনাক্ত ৬১
প্রতীকী ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩০৭ জন।

রোববার সকাল ১১টায় বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। ৪ জুলাই সরকারি-বেসরকারি পিসিআর ল্যাব থেকে ৩৭৩টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে।

নতুন শনাক্ত ৬১ জনের মধ্যে সদরে ৪৭ জন, শাহাজানপুরে ৬ জন, শেরপুরে ৫ জন, সোনাতলায় ২ জন, কাহালুতে একজন রয়েছেন। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৩৭ জন সুস্থ হয়েছেন।

তবে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৬১।

গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেই থেকে ৪ জুলাই পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯৬১টি। এর মধ্যে ১৭ হাজার ৭১৩টির ফলাফল এসেছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, নতুন করে আক্রান্ত ৬১ জনকে নিজ নিজ বাড়িতে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে অবস্থার অবনতি হলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত