ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যেসব শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ২০:২১

৩ হাজার ৪৫৬ নন-এমপিও শিক্ষক পেলেন অনুদান

দিনাজপুরে করোনার কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও ৩ হাজার ৪৫৬ জন শিক্ষক কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে নন-এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলমের সভাপতিত্বে মহিলা সংরক্ষিত আসনের সাংসদ এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এই অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই অর্থ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সামিউল ফেরদৌস (আইসিটি ও শিক্ষা) প্রমুখ।

নন-এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও প্রত্যক্ষ কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়।

জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, এই করোনা পরিস্থিতিতে শিক্ষকদের ৫ হাজার টাকা আর কর্মচারীদের আড়াই হাজার টাকা খুব বেশি নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে তার বিশেষ অনুদান তহবিল থেকে প্রত্যেক নন-এমপিও শিক্ষক ও কর্মচারীকে উপহার প্রদান করেছেন। উপহার বড় হোক আর ছোট হোক, তা উপহারই।

এই মহামারীতে তিনি নন-এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে রয়েছেন, এটাই হলো বড় কথা। প্রধানমন্ত্রী এই করোনা পরিস্থিতিতে আপনাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও তিনি সাথে থাকবেন, এই উপহারের মাধ্যমে তা প্রমাণ হয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত