ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৯:৪০  
আপডেট :
 ০৯ জুলাই ২০২০, ২২:৪৪

বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ফাইল ছবি

করোনা সংক্রমণরোধে দীর্ঘদিন বন্ধ ছিলো গণপরিবহন। আর দীর্ঘ ছুটির পর সাধারণ মানুষের কথা চিন্তা করে সীমিত আকারে বাস চালু করা হলেও বাসে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না পরিবহন শ্রমিক ও যাত্রীরা। বরং ভাড়া বেশি দিয়ে করোনার ঝুঁকি মাথায় নিয়েই তারা বাসে চড়ে যাতায়াত করছেন।

রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজারে যাত্রীবাহী বাসগুলোতে এসব দৃশ্য দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট ও কারওয়ান বাজারে সরেজমিনে দেখা গেছে, যাত্রীরা শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাসে উঠছেন না। তারা একে অপরের গায়ে গা লাগিয়ে বাসে উঠছেন। বাসের ওঠার সময় ভিড় হচ্ছে।

অন্যদিকে, পরিবহন শ্রমিকরাও স্বাস্থ্যবিধি মানছেন না। আবার বাসে যাত্রী ওঠানোর পূর্বে যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হচ্ছে না।

হিমেল আহমেদ ফার্মগেট থেকে প্রতিদিন বাসে করে পল্টনে অফিসে যান। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, গণপরিবহন চালুর পর মাত্র কয়েকদিন শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী ওঠানো হয়। কিন্তু এখন যাত্রী ওঠানোর জন্য শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমনকি যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজারও দেয়া হয় না।

জানতে চাইলে বাস কন্ডাক্টর জুয়েল বাংলাদেশ জার্নালকে বলেন, শারীরিক দূরত্ব মেনেই আমরা যাত্রীদের বাসা ওঠানোর চেষ্টা করি। কিন্তু যাত্রীরা শারীরিক দূরত্ব মানছেন না। বাস আসলেই তারা প্রতিযোগিতা শুরু করে দেন কে বাসে আগে উঠবে।

প্রসঙ্গত, করোনা মহামারী পরিস্থিতিতে কয়েক দফায় সাধারণ ছুটির থাকার গত ৩১ মে থেকে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হয়েছে।

এদিকে করোনাভাইরাস সংকটকালে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে সরকার। তবে বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে- এমন শর্তে নতুন ভাড়া কার্যকর হয়েছে। কিন্তু এই বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেছে যাত্রীকল্যাণ সমিতি।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত