ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্যাঙ্ক লরি শ্রমিকনেতা নিহত

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ০১:৪২

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্যাঙ্ক লরি শ্রমিকনেতা নিহত

সিলেট জেলা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদার গুরুতর আহত হন।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী এলাকার বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা দুজন।

পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে ইকবাল হোসেন রিপন যান।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইকবাল হোসেন রিপন দক্ষিণ সুরমার খোজার খলা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আহত বাবলা আহমদ তালুকদার একই গ্রামের মৃত মোক্তার আহমদ তালুকদারের ছেলে।

জানা গেছে, কদমতলীস্থ বাবনা পয়েন্টে নিয়মিত অবস্থান করেন ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতারা। ঘটনার সময়ও তারা বাবনা পয়েন্টস্থ সিতারা হোটেলের সামনে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ দুর্বৃত্তরা তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে ইকবাল হোসেন রিপন ও বাবলা আহমদ তালুকদার দুজনই গুরুতর আহত হন।

ওসি খায়রুল ফজল জানান, ইকবাল হোসেন রিপনের দুই হাতই বেশি আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রিপন মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রিপন মারা যান বলে ধারণা করছেন তারা।

এদিকে দুই শ্রমিকনেতার উপর হামলার পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ট্যাঙ্ক লরি শ্রমিকরা বাবনা পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ করে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত