ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

ডিএসসিসির অনলাইন হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ০২:৪১

ডিএসসিসির অনলাইন হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম শুরু

অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

সোমবার নগর ভবনে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অনলাইনে তার নাজিরাবাজার বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এখন থেকে ঢাকা দক্ষিণের অধিবাসীরা ঘরে বসে সহজেই অনলাইনের মাধ্যমে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। এ কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিল।

স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রেভিনিউ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কারিগরি সহযোগিতা প্রদান করে এটিএন অ্যান্ড আরকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রকল্প পরিচালক আব্দুল খালেক, উপ-প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, সচিব শাহাবুদ্দিন খান, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. সাইদুর রহমান, সিস্টেম অ্যানালিস্ট মো. আবু তৈয়ব রোকন, প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত